ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ফিলিস্তিন ও দখলদার ইসরাইলের মধ্যে নজিরবিহীন যুদ্ধ চলছে। শুক্রবার (১৩ অক্টোবর) সপ্তম দিনে প্রবেশ করেছে এই যুদ্ধ। এরই মধ্যে ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। হামলা-পাল্টা হামলার মধ্যেই বৃহস্পতিবার ইসরাইল সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এবার ইসরায়েলের সামরিক পরিকল্পনা ও যুদ্ধ সংক্রান্ত অন্যান্য বিষয়ে খোঁজ-খবর নিতে ইসরাইল যাচ্ছেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। আগামীকাল শনিবার (১৩ অক্টোবর) তার সেখানে যাওয়ার কথা।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইসরাইলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিশদভাবে জানতে করতে প্রতিরক্ষামন্ত্রী সেখানে যাচ্ছেন। এই যুদ্ধে ইসরাইলের কোনো সহায়তা প্রয়োজন হবে কিনা— সফরে সে আলোচনাও হবে হবে।

সূত্র: আল আরাবিয়া

এ জাতীয় আরো সংবাদ

এবার ডেনমারকে পবিত্র কুরআনে আগুন দিল এক যুবক

নূর নিউজ

ইতালির প্রধানমন্ত্রীকে অপমান করে জরিমানা গুনলেন সাংবাদিক

নূর নিউজ

যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার কারণ

আনসারুল হক