ইসরায়েলকে আর অস্ত্র না দেওয়ার আহ্বান মার্কিন সিনেটরের

ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। সোমবার (২৪ মার্চ) এক এক্স পোস্টে তিনি এই আহ্বান জানান।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

এক্স পোস্টে স্যান্ডার্স লেখেন, ‘নেতানিয়াহু ২২ দিনে গাজায় কোনও সাহায্য পাঠাতে দেননি। তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছেন, আবার বোমা হামলা শুরু করেছেন, যার ফলে ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।এখন তিনি গাজায় দীর্ঘমেয়াদী দখলদারিত্বের হুমকি দিচ্ছেন। ’

তিনি লেখেন, ‘নেতানিয়াহুর যুদ্ধযন্ত্রকে আর কোনও সামরিক সহায়তা নয়। ’

চলতি বছরের জানুয়ারি মাসে যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তি কার্যকর হওয়ার পর গত ১৮ মার্চ গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। এতে কমপক্ষে ৭৩০ জন নিহত হন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের নৃশংস হামলায় ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ১৩ হাজারেরও বেশি মানুষ।

আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

এ জাতীয় আরো সংবাদ

নারী-পুরুষ ছাড়া অন্য লিঙ্গের ঠাঁই হবে না যুক্তরাষ্ট্রে : ট্রাম্প

আনসারুল হক

২৯ বছরেও ধরা দেয় নি স্বপ্নের আমেরিকা, নিরাশ হয়ে ফিরলেন দেশে

নূর নিউজ

যুক্তরাষ্ট্রে ঈদুল আজহা উদযাপন

আনসারুল হক