ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানালো হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা। তারা ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

রোববার (৫ নভেম্বর) রাতে ঢাকার ফিলিস্তিন দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদল ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে নৃশংস ইহুদিবাদী আগ্রাসনের নিন্দা জানিয়ে ও ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে ফিলিস্তিন দূতাবাস পরিদর্শন করেছে। ঐক্য পরিষদ ২০ মিলিয়নেরও বেশি লোকের প্রতিনিধিত্ব করে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ওইদিন থেকে হামাসকে নির্মূল করতে গাজায় হামলা শুরু করে ইসরায়েল।

সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য বলছে, এক মাসের সংঘাতে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার ৭০০। নিহতদের মধ্যে ফিলিস্তিনি শিশুর সংখ্যাই চার হাজারের বেশি।

এ জাতীয় আরো সংবাদ

শীতে শরণার্থী নাগরিকদের দেশে না ফেরার আহ্বান ইউক্রেনের

নূর নিউজ

খাদ্যে ভেজালকারীদের জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করার দাবি

নূর নিউজ

বাংলাদেশ আইম্মাহ্ পরিষদের ফেনী জেলা কমিটি গঠিত

নূর নিউজ