বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দের কে কোথায় ঈদের নামাজ পড়লেন

স্টাফ রিপোর্টার: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী চট্টগ্রাম ফটিকছড়ি বাবুনগরে ঈদের জামাতে অংশগ্রহণ করেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের নামাজ আদায় করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান ঈদের নামাজ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের প্রথম জামাতে অংশগ্রহণ করেন। তাঁর সাথে জামায়াত ইসলামীর কয়েকজন দায়িত্বশীল অংশগ্রহণ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম ও ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বরিশালের চরমোনাই ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ঢাকার বাংলাবাজার প্যারিদাস রোডের বায়তুল মামুর মসজিদে ঈদের জামাতে ইমামতি করেন। নামাজ শেষে স্থানীয় মুসুল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি মুহাম্মাদপুর বাশবাড়ি হাউজিং এ তারঁ ব্যক্তিগত কার্যালয় হলি উম্মাহ-এ এবং কাদেরাবাদ হাউজিং এর বাসায় দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ তাঁর নির্বাচনী এলাকা শরীয়তপুরের জাজিরায় ঈদের নামাজ আদায় করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি আগামী কয়েকদিন জাজিরায় অবস্থান করে গণ-সংযোগ চালাবেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ঈদের নামাজ আদায় করেন নীলফামারী জেলার ডোমার থানার খানাবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। নামাজ শেষে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। হেফাজতে ইসলাম বাংলাদেশের অর্থ সম্পাদক ও জমিয়তের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী ঈদের নামাজে অংশগ্রহণ করেন রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারায়। কওমী পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি ইমরানুল বারী সিরাজী ঈদের নামাজ পড়েন তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের হরষপুর ঈদগাহ ময়দানে।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ আজ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন‌। মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের হবিগঞ্জ মাধবপুর উপজেলার মনতলা ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন ও কুশল বিনিময় করেন।

খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী রাজধানীর কামরাঙ্গীরচরে অংশগ্রহণ করেন।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেন। ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী কুমিল্লার হোমনায় ঈদের নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।

বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমিরে শরীয়ত মাওলানা আবু জাফর কাসেমী জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম কামরাঙ্গীরচর ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

তালেবানকে স্বীকৃতি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

নূর নিউজ

“সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশের আন্তর্জাতিক সংযুক্তি বিশ্বে নতুন সম্ভাবনা”

নূর নিউজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইমাম উলামাদের উদ্যোগে খতমে নবুওয়াত মাহফিল

নূর নিউজ