ইসির ক্ষমতা খর্ব করে বিল পাস নির্বাচন কমিশনকে ধ্বংসের আরেকটি পদক্ষেপ

ইসির ক্ষমতা খর্ব করে (আরপিও) সংশোধনীর বিল পাস করাকে নির্বাচন কমিশন ধ্বংসের আরেকটি ধাপ বলে অবিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমা। তিনি বলেন, ভোট বাতিল বা স্থগিতের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার শামিল। সরকার ইতোমধ্যে দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

আজ এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান হলেও বর্তমান অনির্বাচিত ক্ষমতাসীন সরকার এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছে। নির্বাচন কমিশনকে সরকার নিজেদের অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখার মাধ্যম হিসেবে ব্যবহার করছে। তারা সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে ভোট ডাকাত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। কিন্তু এবার সরকার নির্বাচন কমিশনের ক্ষমতা আইন করে খর্ব করার চেষ্টা করছে। যাতে কখনো একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠিত হলেও তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে। সরকার যাচ্ছেতাই ভাবে কমিশনকে ব্যবহার করতে পারে।

তিনি বলেন, (আরপিও) সংশোধনীর বিল পাস করে নির্বাচন কমিশনকে পুতুল কমিশনে পরিণত করা হলো। এই সংশোধনীর মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা আরও সংকুচিত হল। ক্ষমতাসীন আওয়ামী লীগকে বাড়তি সুবিধা দিতে এবং জাতীয় নির্বাচনে সরকারি দলের নিয়ন্ত্রণ আরও জোরদার করতেই এই সংশোধনী আনা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

রাজনৈতিক পরিচয়ধারী বিচারপতিদের পদত্যাগের দাবি জামায়াতের

নূর নিউজ

আবরার ফাহাদের স্মরণসভা হতে দিলো না ছাত্রলীগ

নূর নিউজ

বিএনপিকে বাদ দিয়ে আগামী সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে না: নুরুল হুদা

নূর নিউজ