ঈদুল আজহা সামনে রেখে ১৫০০ বন্দিকে মুক্তি দিলো আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ঈদুল আজহার সামনে রেখে সাধারণ ক্ষমাসহ ১৫০০ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাই আমিরাতের কারাগার থেকে বিভিন্ন দেশের প্রায় ৬৫০ জন বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল এসাম ইসা আল হামিদান বলেছেন, শেখ মোহাম্মদের আদেশটি বন্দীদের পরিবারের সাথে ঈদের আনন্দ-সুখ ভাগ করে নেওয়ার জন্য। তাদের একটি নতুন জীবন শুরু করার, সমাজে পুনরায় একত্রিত হওয়ার সুযোগ দেওয়ার তার ইচ্ছা থেকে।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানও ঈদুল আজহার আগে ৯৮৮ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের সরকারী বার্তা সংস্থা ডব্লিউএএম-এর মতে, রাষ্ট্রপতির ক্ষমার ঘোষণাটি সহনশীলতার মূল্যবোধের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের মানবিক উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ।

উম আল-কুওয়াইনের শাসক শেখ সৌদ বিন রশিদ আল-মুআল্লাও বৃহস্পতিবার ‘বেশ কিছু বন্দিকে’ ক্ষমা করেছেন।

উল্লেখ্য, প্রতি বছর রমজান ও ঈদুল আজহার আগে সংযুক্ত আরব আমিরাতের অন্তর্ভুক্ত আমিরাতে সাধারণ ক্ষমার পর ছোটখাটো অপরাধের জন্য বন্দী শত শত বন্দিকে মুক্তি দেওয়া হয়।

দুবাইয়ের শাসক, শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, গত বছরের ৬ জুলাই ঈদুল আজহার আগে আমিরাতে বিভিন্ন কারণে বন্দি হওয়া ৫০৫ জনকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সূত্র: আল আরাবিয়া

এ জাতীয় আরো সংবাদ

ইরানের পূর্বাঞ্চলে আইআরজিসি’র নিরাপত্তা মহড়া চলছে

নূর নিউজ

প্রথম বারের মতো ইতালিতে ৭০ জন হাফেজে কুরআনকে সংবর্ধনা

নূর নিউজ

জনগণকে গাছের পাতা খাওয়ার পরামর্শ মিসরের প্রেসিডেন্টের

নূর নিউজ