ঈদের ছুটি শেষে অফিস খুলল

ঈদের ছুটি শেষ। আজ থেকে অফিস, ব্যাংক, বিমা, আদালত, শেয়ারবাজার খুলেছে।

ছুটি শেষে ঢাকায় ফিরেছে মানুষ। গতকাল থেকেই ঢাকামুখী স্রোত শুরু হয়েছে।

আজ সকালেও অনেকে ঢাকায় এসে সরাসরি অফিসে যোগদান করেছে। বিশেষ করে ঢাকার আশপাশের জেলার লোকজন ভোরে বাড়ি থেকে রওনা দিয়ে অফিস করছে।

আজও ঢাকার সড়কগুলো অনেকটাই ফাঁকা। স্কুল-কলেজ ছুটি থাকায় এবং ঈদের আমেজ থাকায় অনেকেই বাসায়ই অবস্থান করছেন।

সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল আজহার তিন দিনের ছুটি শেষ হয়।

গত রোববার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনি, রবি ও সোমবার সরকারি সাধারণ ছুটি ছিল।

ঈদের ছুটির আগে দিন শুক্রবার ছিল সপ্তাহিক ছুটি।

গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চার দিন ঈদের ছুটি শেষে আজ অফিসপাড়ায় যোগ দিয়েছেন কর্মজীবীরা।

আজ সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও খুলেছে। তবে কর্মক্ষেত্রে বিরাজ করছে ঈদের আমেজ।

এ জাতীয় আরো সংবাদ

পৃথিবীতে কোনো জালিম চিরস্থায়ী হয়নি: আল্লামা বাবুনগরী

আনসারুল হক

নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে বড় রদবদল

নূর নিউজ

চৌদ্দগ্রামে বন্যার্তদের পাশে ইসলামী ঐক্যজোট স্বেচ্ছাসেবক টিম

নূর নিউজ