উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়েসি

কট্টর হিন্দুত্ববাদী যোগি আদিথ্যনাত শাসিত ভারতের উত্তরপ্রদেশে আগামী নির্বাচনে ১০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমীন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি।

শুক্রবার হিন্দি টেলিভিশন চ্যানেল এবিপি লাইভ-এ ‘শিখর সম্মেলন-উত্তর প্রদেশ’-শীর্ষক বিশেষ টকশোতে এ ঘোষণা দেন তিনি।

ওয়াইসি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে রাজ্যের মুসলিমদের ক্ষমতায়ন করা। উত্তরপ্রদেশে আমাদের দল ১০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও বলেন, আমি ইউপিতে (উত্তরপ্রদেশ) বিজেপিকে পরাজিত করতে চাই। রাজ্যে মুসলিমদের বিরুদ্ধে যা হচ্ছে তা সহ্য করা যায় না। ইউপিতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে।

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে আগামী বছরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটিকে ঘিরে এখন থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে। প্রদেশটির সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবেরও সমালোচনা করেন হায়দরাবাদের এ সংসদ সদস্য।

ওয়াইসি বলেন, ইউপিতে সব দলই মুসলিমদের বিষয়ে কথা বলতে ভয় পায়। মায়াবতী এবং অখিলেশ একসঙ্গে নির্বাচন লড়েছেন, কিন্তু তাদের নিজস্ব ভোটাররা পালিয়ে গেছে। তাদের ভোট ব্যাংক কখনো মুসলিম ছিল না।

এ জাতীয় আরো সংবাদ

আফগানিস্তানের অভিযান চালাতে হলে তালেবানের অনুমতি নিতে হবে

নূর নিউজ

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়াল

আনসারুল হক

ভারত নয়, অধিকাংশ বাংলাদেশির পছন্দ পাকিস্তান

নূর নিউজ