উন্নত একটি দেশ টিকা ব্যবহার করতে না পেরে ফেলে দিচ্ছে

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, টিকা নিয়ে বড় সুখবর আছে। আমরা এ সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ টিকা পাবো। বৃহস্পতিবার (২৬ আগস্ট) নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিভিন্ন দেশ থেকে টিকা আনার চেষ্টা করছি। টিকা নিয়ে বড় সুখবর আছে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ টিকা পাবো। যুক্তরাষ্ট্র থেকে আরও ৫০ লাখ টিকা আসবে।

আব্দুল মোমেন বলেন, উন্নত একটি দেশ টিকা ব্যবহার করতে না পেরে ফেলে দিচ্ছে। এটা মানবাধিকার লঙ্ঘন। আমরা বলে আসছি, টিকা পাবলিক গুড। কেউ এটা নষ্ট করতে পারে না। এর বিরুদ্ধে আপনাদের সোচ্চার হওয়া উচিত।

আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত বলতে চাই না। তাহলে ফিরিয়ে আনার প্রক্রিয়া আটকে যাবে।

তিনি বলেন, আটকেপড়া নাগরিকদের ফিরিয়ে আনতে উজবেকিস্তান মিশন কাজ করছে। আমরা সেখানে আটকেপড়া সব বাংলাদেশিকে ফিরিয়ে আনতে চাই। যেখানেই আমাদের দেশের নাগরিকরা আটকাপড়ে, সেখান থেকে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে ব্র্যাকের বেশ কিছু লোক রয়েছে। আমরা ছয় সপ্তাহ আগে ব্র্যাককে সতর্ক করেছিলাম, যে তারা যেন ফিরিয়ে নিয়ে আসে।

অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের অনেক লোক নানা কারণে ভারতে যাওয়ার জন্য পাগল। কেউ অসুখের নামে, আর কেউ অন্য কিছু কারণ দেখিয়ে সেখানে যেতে চায়।

ড. মোমেন আরও বলেন, এয়ার বাবল চালু জন্য ভারতকে আমরা অনুরোধ করেছিলাম। তারা বলেছিল ২০ আগস্টের মধ্যে এটা ওপেন করতে পারে। তবে পরিস্থিতি বিবেচনা করে তারা সেটা ওপেন করেনি। তাদের দেশ তারা যদি ওপেন না করে এখানে আমাদের কি করার আছে।

বাংলাদেশ-ভারতের মধ্যে গত ২০ আগস্ট বিমান যোগাযোগ চালুর কথা ছিল। তবে সেটা চালু হয়নি

এ জাতীয় আরো সংবাদ

আগামী বছর হজের খরচ আরো কমবে

নূর নিউজ

রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মাওলানা হানিফ জলন্ধরি

নূর নিউজ

দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে না

নূর নিউজ