উপকূলে ভেসে এলো নৌকা, মিলল কাপড়-খাবার, নেই কোনো মানুষ

ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর নেতানিয়াতে ভেসে এসেছে একটি ছোট নৌকা। তবে নৌকাটিতে কোনো মানুষ পাওয়া যায়নি। এর বদলে মিলেছে কাপড়-চোপড়, খাবার ও মানুষের ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র। ধারণা করা হচ্ছে, নৌকাটিতে করে সাগর পাড়ি দিয়ে হয়তবা ইউরোপের কোনো দেশে যাওয়ার চেষ্টা চালিয়েছিলেন কয়েকজন শরণার্থী।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, রাবারের তৈরি ছোট ডিঙ্গি নৌকাটি রোববার (১ অক্টোবর) উপকূলে ভেসে আসে।

নৌকাটিতে ভ্রমণ সংক্রান্ত কিছু নথি পাওয়া গেছে। যার মধ্যে তিন সোমালি নাগরিকের বিভিন্ন কাগজপত্র রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, নেতানিয়া শহরের আশপাশের সমুদ্রের পানিতে এখন মানুষের খোঁজে অভিযান চালানো হচ্ছে। পুলিশ নৌকার একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, এটিতে ব্যক্তিগত জিনিসপত্র পড়ে আছে। এছাড়া নৌকাটিতে একটি এয়ার পাম্প, কয়েকটি তাঁবু, জীবন রক্ষাকারী রাবারের তৈরি লাইফবায়োস পাওয়া গেছে। যেগুলোর নৌকাটির তলানিতে পড়ে ছিল।

পুলিশ আরও জানিয়েছে, ওই ভ্রমণ নথিগুলো যাচাই-বাঁছাই করা হচ্ছে।

নৌকাটিতে যারা ছিলেন তারা কি সমুদ্র পাড়ি দেওয়ার সময় ডুবে গেছেন নাকি নৌকাটি তারা ফেলে চলে গেছেন সে বিষয়টি নিশ্চিত নয়।

এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা গত সপ্তাহে জানায়, এ বছর এখন পর্যন্ত ১ লাখ ৮৭ হাজার মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা চালিয়েছেন। আর ঝুঁকিপূর্ণ এসব সমুদ্র যাত্রায় প্রাণ হারিয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ।

ইউরোপে যাওয়ার স্বপ্নে বিভোর অনেক মানুষ; বিশেষ করে আফ্রিকার দেশের নাগরিকরা ছোট নৌকায় করে সমুদ্র যাত্রা করেন।

সূত্র: রয়টার্স

এ জাতীয় আরো সংবাদ

মাওলানা কালিম সিদ্দিকীকে মুক্ত করতে লড়বেন মাহমুদ মাদানী

নূর নিউজ

ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, আঘাত হানতে পারে ১৫ জুন

নূর নিউজ

ভারতে অবৈধ হতে যাচ্ছেন শেখ হাসিনা, কী করবে ভারত সরকার?

নূর নিউজ