ঋণ পরিশোধকালে যে দোয়া পড়তেন নবীজি

প্রয়োজনের মুহূর্তে মানুষ বিভিন্ন সময় ধার-দেনা করে। ঋণ দিয়ে অন্যের পাশে দাঁড়ানো মানুষের সামাজিক দায়িত্ব। তবে তালবাহানা না করে যথাসময়ে তা পরিশোধ করা ঋণগ্রহীতার কর্তব্য। এর মাধ্যমে সবার মধ্যে পারষ্পরিক ভালোবাসা ও সুসম্পর্ক বৃদ্ধি পায়।

রাসুল সা. ঋণ পরিশোধের সময় ঋণদাতার কল্যাণ চেয়ে একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো-

«بَارَكَ اللهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الحَمْدُ وَالْأَدَاءُ»

উচ্চারণ : ‘বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, ইন্নামা জাজাউস সালাফি আলহামদু ওয়াল আদায়ু।’

অন্য বর্ণনামতে, ‘ইন্নামা জাজাউস সালাফি আল-ওয়াফাউ ওয়াল হামদু।’

অর্থ : মহান আল্লাহ তোমার ওপর, তোমার পরিবার ও সম্পদের ওপর বরকত দান করুন।

হাদিস : আবদুল্লাহ বিন আবু রাবিয়াহ আল-মাখজুমি রা. বর্ণনা করেছেন, রাসুল সা. হুনাইন যুদ্ধের সময় তাঁর কাছ থেকে ৪০ বা ৩০ হাজার ধার নেন। অতঃপর রাসুল (সা.) ফিরে এসে তাঁর পাওনা পরিশোধ করেন। তখন তিনি উল্লিখিত দোয়াটি পড়েন।
(নাসায়ি, হাদিস নং : ২৬২৯)

আল্লাহ তায়ালা আমাদেরকে ঋণ পরিশোধ করার তাওফিক দান করুন।

এ জাতীয় আরো সংবাদ

স্বাস্থ্য সুরক্ষায় হজযাত্রীরা যা করবেন

নূর নিউজ

সিজদা থেকে দাঁড়াতে কষ্ট হলে বসে নামাজ পড়া যাবে?

নূর নিউজ

ইফতারি হোক অমুসলিমদের সাথে

নূর নিউজ