এই গরমে তৃষ্ণার্তের তৃষ্ণা নিবারণ সর্বোত্তম মহৎ কাজ

তৃষ্ণার্ত বা পিপাসার্তকে পানি পান করানো একটি উত্তম কাজ। আর যদি প্রচণ্ড গরমে কাউকে ঠান্ডা পানি পান করানো হয়, তাহলে তো কাজটি আরো উত্তম হবে। এক ব্যক্তি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ‘কোন দান উত্তম? তিনি বললেন, ‘পানি পান করানো’। (নাসাই ৫৪৫৬)

ইমাম কুরতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘তৃষ্ণার্তের তৃষ্ণা নিবারণ সর্বোত্তম মহৎ কাজের একটি’।

হাদিসের অন্য এক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সদকা বা দান জাহান্নামের আগুন নির্বাপণ করে। আর পানি পান করানো উত্তম সাদকা’। (আবু দাউদ ৭৪৩৫)

এ জাতীয় আরো সংবাদ

সরকার মোদির গোলামির জিঞ্জিরে দেশকে আবদ্ধ করেছে : মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

নূর নিউজ

সরকারের বিরুদ্ধে জনতার রুদ্ররোষ সৃষ্টি হচ্ছে

নূর নিউজ

গরমে স্বস্তি দিতে জাতীয় ঈদগাহে ৭০০ পাখা

নূর নিউজ