নিজস্ব প্রতিবেদক, নূর নিউজ
একই দিনে রাজধানী ঢাকার বড় কাটার মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা আবুল হোসেন ও ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা হাফেজ মুফতি হেমায়েতুল্লাহ নূর জগত সংসারের মায়া ত্যাগ করে মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পরকালে পাড়ি জড়িয়েছেন।
আজ (১৭ এপ্রিল) সোমবার সামান্য কিছু সময়ের ব্যবধানে এই দুই আলেম ইন্তেকাল করেন।
ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনিয়া আশ্রাফুল উলূম বড়কাটারা মাদরাসার শাইখুল হাদীস আল্লামা আবুল হোসাইন সাহেব ১৯৭৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বড়কাটারা মাদরাসায় হাদীসের খেদমতে ছিলেন। তাতিবাজারসহ ঢাকার বিভিন্ন মাদরাসায় বুখারী পড়াতেন। আমৃত্যু বড়কাটারা মাদরাসা মসজিদের খতীব ছিলেন। সাহসী, স্পষ্টভাষী, বিনয়ী ও বিচক্ষণ আলেম ছিলেন।
উল্লেখ্য, গত রাতে আল্লামা আবুল হোসাইন রহ. ঢাকার রায়েরবাগের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে শেরে বাংলা নগরস্থ শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার ভোর সোয়া ৬টায় তিনি ইন্তেকাল করেন।
অন্যদিকে বি-বাড়িয়ার মুফতিয়ে আজম আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেবের (র.) ২য় সাহেবযাদা, আল্লামা হাফেজ মুফতি হেমায়েতুল্লাহ নুর সাহেব ইন্তেকাল করেছেন।
একই দিনে দেশের দুজন আলেমকে হারালো ধর্মপ্রাণ মানুষ।