একদিনে সর্বোচ্চ ডেঙ্গি রোগী হাসপাতালে, একজনের মৃত্যু

ডেঙ্গি আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০১ জন। তাদের ১৪৯ জন ঢাকার এবং ৫২ জন ঢাকার বাইরের। এটিই এখন পর্যন্ত এ বছরে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এই সময়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
এর আগে এ বছরের ২৫ আগস্ট একদিনে সর্বোচ্চ ১৮০ জন ডেঙ্গি আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৬৮ জন ডেঙ্গি রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় আছেন ৫৫১ জন, আর বাকি ১১৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট পাঁচ হাজার ৬৯৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পাঁচ হাজার পাঁচজন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারির ১ তারিখ থেকে মোট মৃত্যু হয়েছে ২০ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

এ জাতীয় আরো সংবাদ

নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে : ইসি সচিব

নূর নিউজ

রাব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন: প্রধানমন্ত্রী

নূর নিউজ

নেদারল্যান্ডসে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

নূর নিউজ