নিজস্ব প্রতিবেদক নূর নিউজ
একমঞ্চে দেশের সকল মত ও পথের আলেমদের নিয়ে ফিলিস্তিনি ইস্যুতে আলোচনা সভার আয়োজন করে রীতিমতো আলোড়ন তৈরি করেছে চরমোনাই সমর্থিত জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ। দেশের মাটিতে একসঙ্গে সকল মতাদর্শের ধর্মীয় স্কলারদের এক মঞ্চে শেষ কবে দেখা গিয়েছিল, তা হয়তো অনেকেই ভুলে গেছেন। সেটাই বাস্তব করে দেখিয়েছে চরমোনাইপন্থী আলেমদের এই সংগঠনটি। যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে।
দীর্ঘদিন কোনঠাসা থাকা ইসলামী রাজনৈতিক দলগুলো ফিলিস্তিন ইস্যুতেও তেমন কোন প্রতিবাদ করতে পারেনি। সেই অভাবটাই যেন পূর্ণ করলেন সংগঠনটির নেতারা। শুধু দেশীয় আলেমদেরই একত্রিত করে ক্ষ্যান্ত হননি তারা। ভার্চুয়ালি ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের আরো কয়েকটি দেশের আলেমদের যুক্ত করতে সক্ষম হয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ।
অন্তত স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সারাদেশের সকল ওলামায়ে কেরাম যে একমত তাই যেন ফুটে উঠল এক সম্মিলিত সুরে।
গাজা ইজাইলি বর্বর হামলার প্রায় দুই মাস পর এই আলোচনা সভাটি আয়োজন করা হলেও, ফিলিস্তিনিদের প্রতি বাঙালি মুসলমানদের প্রতিবাদের নতুন দার উন্মোচিত হলো। কে কওমি, কে চরমোনাই, কে জামাত কে হেফাজত, সেই প্রশ্ন ভুলে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সকল আলেমরাই ছিলেন সোচ্চার।
এমন আয়োজন করার জন্য জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন আমন্ত্রিত সকল ওলামা কেরাম। এতেই প্রমাণ হয়, মত ও আদর্শের পার্থক্য ভুলে এবং রাজনৈতিক পরিচয় ছাপিয়ে গঠনমূলক কাজে সকলকেই একত্রিত করা সম্ভব।