একুশের এই দিনে হারিয়েছিলাম আল্লামা বেলায়েতুল্লাহ নূরকে (রহ.)

সুফিয়ান ফারাবী
প্রতিবেদক

গতবছরের এই দিন শনিবারে (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আল্লামা বেলায়েতুল্লাহ নূর (রহ.)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর দিন ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছিল।

আল্লামা বেলায়েতুল্লাহ নূর রহ. ছিলেন একজন যোগ্য আলেম ও ইসলামী চিন্তাবিদ। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত আলেম মুফতি নূরুল্লাহ রহ.-এর চতুর্থ ছেলে। তিনি জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া ও ভারতের ঐতিহ্যবাহী দেওবন্দ মাদরাসায় লেখাপড়া করেন।

কর্মজীবনে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের খতিব ও গাজীপুর বরমী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষক ছিলেন। এই গুণী আলেম ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি গুণী এই আলেম ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। আল্লাহ তা’আলাকে তাঁকে রহমতের চাদরে আবৃত করে জান্নাতে আ’লা মাকান দান করুন।

এ জাতীয় আরো সংবাদ

সমাজ ও রাষ্ট্রের সকলক্ষেত্রে রাসূল সা.এর আদর্শ প্রতিষ্ঠা ছাড়া শান্তি আসবে না

নূর নিউজ

ইলমে ওহী শিখতে হলে সর্বোচ্চ মেহনত মুজাহাদা করতে হবে: আল্লামা রাব্বানী

নূর নিউজ

সৌদি আরব যেনো তাবলিগের সিদ্ধান্তের উপর দ্বিতীয়বার দৃষ্টি দেয়

নূর নিউজ