এক শিফটে চলবে সরকারি প্রাথমিক বিদ্যালয়

আগামী ২০২৩ সাল থেকে ‌দেশের সব সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ে এক শিফটে চলবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণ‌শিক্ষা স‌চিব আমিনুল ইসলাম খান।

আজ রোববার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আমিনুল ইসলাম খান বলেন, দেশের সকল প্রাথ‌মিক বিদ্যালয়কে এক শিফটে আনার প‌রিকল্পনা কর‌ছি। আগামী বছরের জানুয়া‌রি থেকে এটা কার্যকর করতে পারব।

সারাদে‌শে একই সময়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম খান ব‌লেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে সব সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ে এক শিফট চালু করা হ‌বে।

এ জাতীয় আরো সংবাদ

মিয়ানমার থেকে গোলা ভুলক্রমে নাকি উস্কানি খতিয়ে দেখা হচ্ছে: কাদের

নূর নিউজ

কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্তার ঘটনায় জড়িত ফারুক গ্রেফতার 

নূর নিউজ

‘ডেঙ্গুর প্রকোপ থাকবে নভেম্বর পর্যন্ত’

নূর নিউজ