এখন থেকে প্রেরিত অর্থের ২.৫ শতাংশ প্রণোদনা পাবেন প্রবাসীরা

করোনা মহামারির মধ্যে প্রবাসীদের বৈধ পথে পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতি সচল রাখতে বড় ধরনের ভূমিকা রেখে চলেছে।

সে কারণে এক্ষেত্রে সরকারের দেয়া প্রণোদনা ৫ শতাংশ বাড়ানো হয়, যা নতুন বছরের প্রথম দিন আজ শনিবার থেকেই কার্যকর হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীদের প্রণোদনা দেয়া হয় ২ শতাংশ হারে। সেটি এখন বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। মানুষের জীবনমান উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো, মানিলন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে এই পদক্ষেপ নিয়েছে সরকার।

বিদেশে কর্মরত বাংলাদেশিদের কষ্টার্জিত আয় বৈধ পথে দেশে পাঠানোকে উৎসাহিত করতে নগদ সহায়তার হার নির্ধারণ করা হয়েছে। বর্ধিত হার ২০২১-২২ অর্থবছরের ১ জানুয়ারি থেকে কার্যকর করার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এই নীতির কারণে ব্যাংকিং চ্যানেলে বিদেশ থেকে অর্থ পাঠানো বৃদ্ধি পেয়ে ২০১৯-২০ এ ১৮ দশমিক ২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এছাড়া ২০১৮-১৯ অর্থবছরের রেমিট্যান্সের চেয়ে প্রায় ১৩ শতাংশ বেশি এসেছে বৈধ পথে, যা ২০২০-২১ অর্থবছরে ছিল ২৪ দশমিক ৮০ বিলিয়ন ডলার। এটি ২০১৯-২০ অর্থবছরের রেমিট্যান্সের চেয়ে প্রায় ৩৬ শতাংশ বেশি। এবার ইংরেজি নববর্ষের দিনে প্রণোদনার হার বাড়িয়ে তা প্রবাসীদের জন্য নববর্ষের উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলছে অর্থ মন্ত্রণালয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে আমিরাতে প্রবাসীদের উদ্দীপনা

নূর নিউজ

কুয়েত প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

আলাউদ্দিন

কাতারে প্রবাসীদের স্বস্তির ঈদ উদযাপন

আনসারুল হক