এখন পর্যন্ত হজের উদ্দেশ্যে সৌদি পৌঁছেছেন ৫৩৫৯৯

সৌদি আরবে পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৫৩৫৯৯ জন হজযাত্রী পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৪ হাজার ২৪৯ জন।

রোববার রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে আরও জানানো হয়, গতকাল পর্যন্ত ভিসা পেয়েছেন ৮১ হাজার ৩২৬ জন, যার মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ১২ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ৮৮ শতাংশ।

গতকাল রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় হজ যাত্রীদের সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

আরব নেতাদের বার্তা যুদ্ধ এখনই বন্ধ করতে হবে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ

এক দশক পর মিসর-তুরস্কের কূটনৈতিক সম্পর্ক স্থাপন

নূর নিউজ

‘শিগগিরই বড় কিছু… ভারত’, কী ইঙ্গিত দিলো হিন্ডেনবার্গ

নূর নিউজ