এতিম ও দুস্থরা পেল ১০০০ কেজি ইলিশ

অভিযানে জব্দ হওয়া ১০০০ কেজি জাটকা ইলিশ এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ৮ ডিসেম্বর আনুমানিক ভোর ৫টায় বাংলোদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুরের ভাইটাল পুর চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

দুপুরে কোস্টগার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ ত্বকি এ তথ্য জানান। তিনি বলেন, আজ আনুমানিক ভোর ৫টায় বাংলোদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুরের ভাইটাল পুর চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ট্রাক তল্লাশি করে ১০০০ কেজি (২৫ মণ) জাটকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার ইসলামী মহাসম্মেলন শুক্রবার

আলাউদ্দিন

নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রী ধ*র্ষ*ণ!

নূর নিউজ

আল্লামা আহমদ শফী রহ. ছিলেন আলেম উলামা ও ইসলামপন্থীদের ঐক্যের প্রতীক

আনসারুল হক