এবার পাকিস্তানে চালু হলো তৃতীয় লিঙ্গের মাদরাসা

তৃতীয় লিঙ্গ বা হিজড়াদের জন্য বাংলাদেশের পর এবার পাকিস্তানে মাদরাসা চালু করা রয়েছে। দেশটির রাজধানী ইসলামাবাদে খোলা হয়েছে এই মাদরাসা। সেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে তাদের। পাশাপাশি সেলাইয়ের মতো কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণও পাচ্ছেন তারা। বর্তমানে এই মাদরাসায় শিক্ষার্থীর সংখ্যা ২৫।

এ ব্যাপারে মাদরাসা প্রধান রানি খান জানান, ‘আগে বিভিন্ন অনুষ্ঠানে নাচ করতাম নইলে ভিক্ষা করতাম। এটা করেছি প্রায় ১৫ বছর। একদিন স্বপ্নে দেখলাম আমারই এক সাথি যে কি না কবরে খুব কষ্টে আছে। বেশ কয়েক বছর আগে তার মৃত্যু হয়। ওই ঘটনাই আমার জীবনটাকে পাল্টে দেয়।’

তিনি জানান, ধর্ম শিক্ষার পাশাপাশি, কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণও দেয়া হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে।

রানি খান আরও জানান, নাচ করে যত অর্থ জমিয়েছি সেগুলো খরচ করে এই মাদরাসা পরিচালনা করছি। কেউ আমাকে একটা রুপি দিয়েও সাহায্য করেনি। আমরাও চাই ১০টা মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করতে। বৈধভাবে আয় করতে। তাই এই উদ্যোগ নিয়েছি। ধর্ম শিক্ষার পাশাপাশি সেলাইয়ের প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে এখানে।

এর আগে, গত বছরের নভেম্বরে রাজধানীর কামরাঙ্গীর চরে বাংলাদেশে হিজড়াদের জন্য ‘দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসা’ চালু হয়। যা হিজড়াদের জন্য দেশে প্রথম কোনো ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান।

সূত্র, আল-জাজিরা ও রয়টার্স-এর।

এ জাতীয় আরো সংবাদ

পাকিস্তানের বন্যার্তদের পাশে শায়েখ আবদুর রহমান সুদাইস

নূর নিউজ

রাশিয়া-ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ল

নূর নিউজ

সিরিয়ায় সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

নূর নিউজ