এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

স্থানীয় সময় শুক্রবার (২ জুন) ভোর সাড়ে ৪টায় তিনি আঙ্কারা ইসেনবোগা বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে সাহাবুদ্দিনকে অভ্যর্থনা জানান তুরস্কের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক।

এ সময় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার (১ জুন) রাতে রাষ্ট্রীয় সফরে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, আগামী ৩ জুন স্থানীয় সময় বিকেল ৫টায় আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।

এ ছাড়া তুরস্ক সফরকালে আঙ্কারার কানকায়া প্রাসাদে এরদোয়ান আয়োজিত নৈশভোজসহ উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন সাহাবুদ্দিন।

সফর শেষ আগামী ৬ জুন সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

এ জাতীয় আরো সংবাদ

উত্তরপ্রদেশে এবার হিজাব পরায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত ছাত্রীরা

নূর নিউজ

সব ধরনের খেজুরের দাম কমিয়েছে আমিরাত

নূর নিউজ

‘আমি খ্রিষ্টান হলেও পুরো রমজান মাসে রোজা রেখেছি’

নূর নিউজ