কওমী মাদ্রাসাসহ বন্ধ থাকবে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

করোনা মোকাবিলায় কওমী মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান। এর আগে বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে করোনা ভাইরাস মোকাবিলায়। ওই নির্দেশনার মধ্যে একটিতে ‘সব শিক্ষাপ্রতিষ্ঠান অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ রাখা’র কথা বলা হয়।

সংবাদমাধ্যমকে দীপুমনি আরও জানান, সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। বিশেষ অনুরোধে কওমি মাদ্রাসা চালুর অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সংক্রমণ অনেক গুণ বেড়েছে। মারাও যাচ্ছেন অনেকে। এজন্য সিদ্ধান্ত হয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার। আর এই নির্দেশের অন্তর্ভুক্ত থাকবে কওমি মাদ্রাসাগুলোও।

এ জাতীয় আরো সংবাদ

সচিবালয়ে যাচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি দল

Sufian Farabee

প্রধান উপদেষ্টার প্রতি শায়খ আহমাদুল্লাহ’র খোলা চিঠি

আনসারুল হক

‘মেইড ইন বাংলাদেশ উইক’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নূর নিউজ