কওমী মাদরাসা ও আলেমদের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে: মুফতী সৈয়দ ফয়জুল করীম

কুরআন ও সুন্নাহর সহীহ খেদমত নিরলসভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছেন ওলামায়ে কেরাম ও কওমী মাদরাসাগুলো। কওমী মাদরাসা ও জাতির বিবেক আলেমদের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
গতকাল ফরিদপুর সদরের একটি মাঠে আয়োজিত বিশাল ইসলামী সম্মেলন ও হালকায়ে জিকিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে ফরিদপুরের বিশষ্টি ওলামায়ে কেরাম ও মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
মুফতী ফয়জুল করী বলেন, ওলামায়ে কেরাম দেশ, ইসলাম ও মানবতার পক্ষে কাজ করে থাকেন। তারা মানুষকে ঈমান, আমল, দেশপ্রেম, খেদমতে খালক শিক্ষা দিয়ে থাকেন। চরমপন্থা জঙ্গিবাদ, মাদক-সন্ত্রাসের ভয়াবহতা তুলে ধরে এ থেকে ফিরে আসার শিক্ষা দেন। তিনি বলেন, ওয়াজ মাহফিল দেশের হাজার বছরের একটি সংস্কৃতি। ওয়াজ মাহফিল শান্তি-সমৃদ্ধি, আদর্শ সমাজ গঠন ও সমাজ সংস্কারের অন্যতম মাধ্যম। এর মাধ্যমে মানুষকে ইহকালীন ও পরকালীন কল্যাণের পথনির্দেশ করা হয়। সমাজের সকল অনাচার, অন্যায় এবং ভুল থেকে  ফিরিয়ে মানুষকে সৎপথে ও কল্যাণের পথে চলতে উদ্ধুদ্ধ করা হয়। ওয়াজ মাহফিলে আলেমগণ ধর্মের বিশুদ্ধ বার্তা মানুষের দ্বারেদ্বারে পৌঁছে দেয়ার জন্য বহুমুখী ত্যাগ তিতিক্ষা করে থাকেন। এ সংস্কৃতি ধ্বংস করতে যারা কাজ করছে তারা ইসলাম ও মাবতার দুশমন। তারা দেশপ্রেমিক হতে পারে না।

এ জাতীয় আরো সংবাদ

কবরস্থানে কোরআন তিলাওয়াত করা যাবে?

নূর নিউজ

খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

Sufian Farabee

জুমার দিনের বিশেষ মুহূর্ত, যখন আল্লাহ তায়ালা বান্দার দোয়া ফিরিয়ে দেন না

নূর নিউজ