কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্তার ঘটনায় জড়িত ফারুক গ্রেফতার 

কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্তা ও মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত মোঃ ফারুকুল ইসলামকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গতরাতে (১৩ সেপ্টেম্বর ২০২৪) মোঃ ফারুকুল ইসলাম (২২), গ্রাম- বাহারছড়া, কেএসএম ভিলা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার-কে কক্সবাজার সদরের কালুর দোকান এলাকা হতে গ্রেফতার করে।

মোঃ ফারুকুল ইসলামের নামে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন যুবক কর্তৃক নারীকে প্রকাশ্যে হেনস্তা, অবমাননা ও শারীরিক নির্যাতনের ঘটনা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। ভিডিও দেখে ঘটনায় অভিযুক্ত মোঃ ফারুকুল ইসলামকে সনাক্ত করা হয়।

বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সহ নারীদের হেনস্তা ও হয়রানির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।

এ জাতীয় আরো সংবাদ

হেফাজত মহাসচিবের ইন্তেকালে চরমোনাইসহ নেতৃবৃন্দের শোক ও দোয়া

নূর নিউজ

টিসিবির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন

নূর নিউজ

রোজার জন্য ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ

নূর নিউজ