ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ’র তত্ত্বাবধানে কক্সবাজারে ২ দিনব্যাপী ৩৬ তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামী ১৯ ও ২০ নভেম্বর, শনি ও রবিবার অনুষ্ঠিত হবে। ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজার জেলা শাখার ব্যবস্থাপনায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিতব্য এ ইসলামী মহাসম্মেনে প্রধান মেহমান হিসেবে তাশরীফ আনবেন, শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মাদানী রহ. এর নাতী, ভারতের জামিয়া কাসেমিয়া শাহী মুরাদাবাদের মুহতামিম আল্লামা সৈয়দ আশহাদ রশীদী।
এ আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে জেলার প্রতিনিধিত্বশীল ওলামায়েকেরাম ও সংশ্লিষ্ট দায়িত্বশীলগণের সমন্বয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) বাদ যোহর রামু চাকমারকুল জামিয়া দারুল উলুম মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ’র নবনির্বাচিত উপদেষ্টা, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সদরে মুহতামিম মাওলানা আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ’র নবনির্বাচিত সহ-সভাপতি, ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের শিক্ষা বিভাগীয় পরিচালক মাওলানা মুফতি এনামুল হক।
সম্মেলন সংস্থার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ মুসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন, নির্বাহী সাধারণ সম্পাদক মাওলানা মোহছেন শরীফ।
সহ-সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা ও পৌরসভা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা হাফেজ আব্দুল গফুর, মাওলানা আফসার উদ্দিন চৌধুরী, মাওলানা আনওয়ারুল আলম, মাওলানা কারী জহিরুল হক, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মুফতি ফিরোজ আহমদ, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা মুহাম্মদ হারুন, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আতাউল করিম, মাওলানা জুনাইদ, মাওলানা ইমাম জাফর আলম, মাওলানা রেজাউল করিম, মাওলানা মুফতি মুনিরুল্লাহ, মাওলানা হাফেজ জালাল উদ্দিন, মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন প্রমুখ।
মাওলানা কারী আতাউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় জেলার আরো বহু ওলামায়েকেরাম ও দ্বীন অনুরাগী ব্যক্তিবর্গ শরীক হন। এ সভায় দু’দিনের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন বাস্তবায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আলোচকবৃন্দ বলেন, আহলে হকের তৎপরতা যতই বাড়বে বাতিল ততোই বিলীন হয়ে যাবে। তাই আন্তর্জাতিক ইসলামী সম্মেলনের মাধ্যমে হকের আওয়াজ বুলন্দ করার মহান উদ্যোগের ধারাবািহিকতা বজায় রাখতে ওলামায়েকেরামসহ ঈমানদার জনতাকে এগিয়ে আসতে হবে।
হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এবারের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে বিশেষ মেহমান হিসাবে তাকরীর পেশ করবেন, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ’র নবনির্বাচিত চেয়ারম্যান, জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম আল্লামা মোহাম্মদ ইয়াহয়া, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা ওবাইদুল্লাহ হামযাহ, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ’র সেক্রেটারী জেনারেল ও ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা মুফতি আরশাদ রহমানী, প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা আব্দুল বাসেত খাঁন সিরাজী, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা খোরশেদ আলম কাসেমী। এছাড়াও বরেণ্য ওলামা-মশায়েখ তাশরীফ আনবেন।
এ ইসলামী মহাসম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে ইসলামপ্রিয় জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিক দু’আ ও সহযোগিতা কামনা করেছেন, ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজার জেলা নেতৃবৃন্দ।