কাতার প্রতিনিধি:
১৩ফেব্রুয়ারি রাতে রাজধানী দোহার নাজমা এলাকার রয়েল আকসা হোটেলে ব্রাহ্মণবাড়িয়া জলার নবীগর উপজেলার কাতারস্থ শিবপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য ফোরাম-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হলো।
মোঃ লিমন ভুঁইয়াকে প্রধান উপদেষ্টা, মোঃ খাইরুল ইসলাম রবিনকে সভাপতি, ফাইজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোঃ রুমান মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটিকে অভিন্দন জানন কাতরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আকতার হোসেন ।
সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপদেষ্ট মোঃ জসিম উদ্দিন সরকার. মোঃ শামীম মিয়া, মান্নান সরকার, মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদ হোসেন ও মোঃ মনির হোসেন।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন হারুনুর রশিদ ও মোহাম্মদ এখলাস। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া করেন হাফেজ মাওলানা নূরে আলম জাহাঙ্গীর।