কাতারের নাজমায় ডায়নামিক ফ্যাশন ট্রেডিং-এর যাত্রা শুরু

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

পোশাক শিল্পরে অন্যতম রাপ্তানিকাপরক দেশ বাংলাদেশের পোশাক বিশ্ববাজারে শক্ত অবস্থান করে নিয়েছে। মধ্যপ্রাচ্যেও রয়েছে এর একচ্ছত্র আধিপত্য। বাংলাদেশী পোশাকের আধিপত্য বিস্তারে ক্রমাগত কাজ করে যাচ্ছে প্রবাসী বাংলাদেশীরা। এর অংশ হিসেবে বিশ্বের আশিটির বেশি জাতি-গোষ্ঠীর রুচির প্রতি দৃষ্টি রেখে তাদের হাতে বাংলাদেশী পোশাক স্বল্পমূল্যে তুলে দিতেই রাজধানীর নাজমা এলাকার কুয়েতি বিল্ডিং এর পাশে যাত্রা শুরু করল ডায়নামিক ফ্যাশন ট্রেডিং ।

বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে কাতারী স্পন্সর আলী আবদুল্লাহ আল-আমরি কে সাথে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শফিউল্লাহ মুন্সী, ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মারুফ হোসেন, ব্যাবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আলী।

অনুষ্ঠান সমন্বয়ক সৈয়দ তানজীম হাসান এর সঞ্চলনায় দোয়া মাহফিলের প্রাক্কালে উদ্যোক্তোরা আশা করেন তাদের এ উদ্যোগকে সফল করতে প্রবাসী বাংলাদেশীরা এগিয়ে আসবে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জানান, মূল্যছাড় এমনই দেয়া হবে যে, ক্রেতারা পাইকারী মূল্যে খুচরা পোশাক ক্রয় করতে পারবেন। তারা জানান কাতারে বসবাসরত বিশ্বের সকল জাতি,ধর্ম ও সম্প্রদায়ের রুচি ও ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে তাদের পণ্য সামগ্রী।

ডায়নামিক ফ্যাশনে নারী, পুরুষ, শিশুদের পোশাক-পরিচ্ছদ, এপারেলস আমদানি, পাইকারি বিপনন ও খুচরা বিক্রয় হবে। প্রবাসী ক্ষুদে উদ্যোক্তারা তাদের প্রতিষ্ঠান থেকে পাইকারী মূল্যে কিনে অনলাইনে খুচরা বিক্রয় করেও ভাল লাভবান হতে পারবেন বলে উদ্যোক্তারা জানান।

দোয়া ও মিষ্টি বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ জাতীয় আরো সংবাদ

ওমানে নতুন রাষ্ট্রদূত হিসেবে নাজমুল ইসলামকে নিয়োগ

নূর নিউজ

লাওসের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

নূর নিউজ

তুরস্ক ক্রমেই জনপ্রিয় হচ্ছে দ্বিতীয় বাসস্থান হিসেবে, বিনাশর্তে নাগরিকত্ব

নূর নিউজ