কাতারের নাজমায় রোজ বাংলা রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশের খাবারকে বিশ্বের সব দেশের কাছে ব্র্যান্ডিং এর উদ্যেশ্যে আজ ২৩ ফেব্রুয়ারি চার তরণ উদ্যোক্তা হারুনুর রশীদ, মাসুদ রানা, মোহাম্মদ কাউসার ও ফাহিম আহমেদ এর আপ্রাণ চেষ্টায় প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত বাণিজ্যিক এলাকা নাজমার চেয়ারম্যান হোটেলের নিকটে বিরাট হল রুম ও মহিলাদের পর্যাপ্ত সুব্যবস্থা সহ রোজ বাংলা রেস্টুরেন্ট-এর শুভ
যাত্রা শুরু হলো।

বিপুল সংখ্যক প্রবাসী ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে উদ্যোক্তাদের সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

সেলিম সরকার জিসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান মোঃ নাসির উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ শহীদুল হক, সালেহ আহমদ খোকন ও মহিউদ্দিন আহমদ।

অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক কাজল, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রমহান চৌধুরী, কমিউনিটি নেতা মোহাম্মদ নূরুজ্জামান ও ডিবিসির কাতার প্রতনিধি আমিন বেপারী।

অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন হোটেলের ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ, সহকারী ব্যবস্থাপন ফাহাদ আহমেদ, অফিস স্টাফ জামাল বেপারি, মাসুদ ও জসিম উদ্দিন।

কাতারের নাজমা এলাকার ক্রমবর্ধমান প্রবাসীদের চাহিদা মোতাবেক সেবা প্রদান করার জন্য রোজ বাংলা রেস্টুরেন্টে যাত্রা শুরু করেছে। উদ্যোক্তারা অত্র এলাকার প্রবাসীদের একবার প্রতিষ্ঠানটি পরিদর্শন করে উন্নত সেবা গ্রহণ করার আহবান জানান।

দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

এ জাতীয় আরো সংবাদ

সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

আনসারুল হক

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

নূর নিউজ

কাতার ধর্মমন্ত্রণালয়ের কালচারাল সেন্টারের পক্ষ থেকে সম্মাননা পেলেন বাংলাদেশী আলেম ইউসুফ নূর

আলাউদ্দিন