আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি
মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, মাছ, শাক-সবজি, মশলা, শুকনো খাবার, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সমগ্রীর বাজার সম্প্রসারণে প্রত্যয়ে ও নিজ দেশের বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাতারের রাজধানী দোহার অদূরে পুরাতন মদিনা মোররায় বাংলাদেশী উদ্যোক্তা আবদুর রব তালুকদারের দু’তলা বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান কাদসিয়া মিনি মার্ট পরিদর্শন করেন রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
কাতার প্রতিনিধি জানান, পরিদর্শন কালে সাথে ছিলেন বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক, শিক্ষক তাফসির উদ্দিন ও আবদুর রহমান হানিফ, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন।
কাদসিয়া মিনি মার্ট- এর উভয় তলায় ‘মেইড ইন বাংলাদেশ’- এর বাহারি পোশাক এবং রকমারি পণ্য দেখে রাষ্ট্রদূত মুগ্ধ হন। কাতারের উন্নয়নের পাশাপাশি দেশের বেকারসমস্যা সমাধান ও প্রবাসে নিজের দেশের পণ্যকে ব্র্যান্ডিয়ের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করায় তিনি বাংলাদেশী উদ্যোক্তা আবদুর রব তালুকদারকে ধন্যবাদ জানান।
উদ্যোক্তা আবদুর রব তালুকদার তাঁর প্রতিষ্ঠান পরিদরশণ করে সন্তোষ প্রকাশ করা ও এগিয়ে চলায় উৎসাহিত করায় রাষ্ট্রদূতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশা করেন বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের জনগণ কাদসিয়া মিনি মার্টকে নিজেদের কেনাকাটার করার অন্যতম জায়গা হিসেবে বেছে নিবেন এবং তাদের এগিয়ে চলায় সহযোগিতার হাত সম্প্রাসারণ করবেন।