কাতারে অবৈধ বিদেশিদের ক্ষমার সুযোগ, জরিমানায় অর্ধেক ছাড়

কাতার প্রতিনিধি:

কাতারে চলছে অবৈধ বিদেশিদের জন্য ক্ষমার সুযোগ। এই সুযোগ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আর এই ক্ষমার মেয়াদে যারা বৈধ হতে আবেদন করবেন, তাদের জরিমানা অর্ধেক মওকুফ করার ঘোষণা দিয়েছে কাতার পুলিশ। তবে শুধু অবৈধ কর্মীরাই নয়, বরং যেসব কোম্পানি কর্মীদের আইডি নবায়ন না করা বা অন্যান্য কারণে আইন লঙ্ঘন করে জরিমানার শিকার হয়েছে, সেসব কোম্পানিও সুবিধা পাবে এই ক্ষমার সুযোগ।

কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত সেবাকেন্দ্রের প্রধান পরিচালক ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আল আনছারি

কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত সেবাকেন্দ্রের প্রধান পরিচালক ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আল আনছারি বলেছেন, যেসব কোম্পানি কর্মীদের আইডি ইস্যু না করে জরিমানার শিকার হয়েছে, অথবা আইডি নবায়ন না করে জরিমা’নার শি’কার হয়েছে, সেসব কোম্পানিও জরি’মানার অর্ধেক পরিশোধ করার সুযোগ পাবে।

কাতারে বিদেশিদের প্রবেশ ও বহির্গমন আইনের ৪৫ ধারা অনুসারে এসব অভিযুক্ত কোম্পানিকে এই সুযোগ দেওয়া হচ্ছে। ব্রিগেডিয়ার আনছারি জানান, ক্ষমার সুযোগ পেতে এখন পর্যন্ত ২০ হাজার অবৈধ কর্মী আবেদন করেছেন। এখনো চলছে আবেদন গ্রহণ।

সপ্তাহের ৫ কর্মদিবসে প্রতিদিন দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিআইডির অফিসসহ অন্যান্য সেবাকেন্দ্রে এই আবেদন গ্রহণ করা হচ্ছে। তাই কাতারে যারা অবৈধ হয়ে আছে, তাদেরকে ৩১ ডিসেম্বর তারিখের আগে ক্ষমা ও জরিমানা মওকুফের আবেদন করে বৈধ হওয়ার জন্য আহবান জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরো সংবাদ

মালয়েশিয়ায় ডিটেনশন ক্যাম্পে দাঙ্গায় ৬ রোহিঙ্গা নিহত

নূর নিউজ

প্রবাসীর উদ্যোগে লক্ষীপুরে আল্লাহর ৯৯ নামের মিনার

নূর নিউজ

কাতারে বিশেষ সম্মাননা পেল বাংলাদেশ দূতাবাস

আলাউদ্দিন