কাতারে আল-নূর কালচারাল সেন্টারের ঈদ পুনর্মিলনী 

আমিনুল হক কাজল, কাতার

আল নূর কালচারাল সেন্টারের ঈদ আয়োজন ছিল গতকাল ৬ মে । আল মুন্তাজা পাবলিক পার্কের নয়নাভিরাম সবুজ গালিচার ওপর পরস্পরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় সদস্যরা।

প্রকৃতির মনোরম পরিবেশে যাদের সাথে ঈদ উদযাপন করেছে আল নূর কর্তৃপক্ষ- তাদের অধিকাংশ হলেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ- আবার তারা সকলেই আল নূর পরিচালিত রমজানব্যাপী কুরআন কোর্সের শিক্ষার্থী। তাই এই আয়োজনের আনন্দ ও আবেদন ছিল ভিন্ন।

কুরআন শিক্ষার্থী ও শ্রমজীবীদের সাথে ছিলেন আল নূর সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর, গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক অধ্যাপক আমিনুল হক, অর্থ সম্পাদক সালেহ নূরুন্নবী, গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক প্রকৌশলী মনিরুল হক, সংস্কৃতি বিভাগের সহযোগী পরিচালক মাওলানা জসিমউদ্দিন মাশরুফ, শিক্ষা বিভাগের সদস্য মাওলানা কারী ইবরাহিম ও হাফেজ মুস্তাফিজুর রহমান এবং সমাজকল্যাণ বিভাগের সদস্য নিয়াজ মুর্শেদ খাঁন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গণসংযোগ বিভাগের সদস্য দাবির আকন ও গিয়াসুদ্দিন আকন ।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন’র নতুন কমিটি

নূর নিউজ

কম্বল পেলেন দারুল মা’আরিফের শিক্ষার্থীসহ ৫০ শীতার্ত

নূর নিউজ

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের ত্রাণ বিতরণ

আনসারুল হক