কাতারে আল-নূর কালচারাল সেন্টারের ঈদ পুনর্মিলনী 

আমিনুল হক কাজল, কাতার

আল নূর কালচারাল সেন্টারের ঈদ আয়োজন ছিল গতকাল ৬ মে । আল মুন্তাজা পাবলিক পার্কের নয়নাভিরাম সবুজ গালিচার ওপর পরস্পরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় সদস্যরা।

প্রকৃতির মনোরম পরিবেশে যাদের সাথে ঈদ উদযাপন করেছে আল নূর কর্তৃপক্ষ- তাদের অধিকাংশ হলেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ- আবার তারা সকলেই আল নূর পরিচালিত রমজানব্যাপী কুরআন কোর্সের শিক্ষার্থী। তাই এই আয়োজনের আনন্দ ও আবেদন ছিল ভিন্ন।

কুরআন শিক্ষার্থী ও শ্রমজীবীদের সাথে ছিলেন আল নূর সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর, গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক অধ্যাপক আমিনুল হক, অর্থ সম্পাদক সালেহ নূরুন্নবী, গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক প্রকৌশলী মনিরুল হক, সংস্কৃতি বিভাগের সহযোগী পরিচালক মাওলানা জসিমউদ্দিন মাশরুফ, শিক্ষা বিভাগের সদস্য মাওলানা কারী ইবরাহিম ও হাফেজ মুস্তাফিজুর রহমান এবং সমাজকল্যাণ বিভাগের সদস্য নিয়াজ মুর্শেদ খাঁন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গণসংযোগ বিভাগের সদস্য দাবির আকন ও গিয়াসুদ্দিন আকন ।

এ জাতীয় আরো সংবাদ

সিলেটের বালাগঞ্জে আইম্মাহ পরিষদের দ্বিতীয় দফা ত্রাণ বিতরণ 

নূর নিউজ

আমাকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর পাঁয়তারা চালাচ্ছে : মামুনুল হক

আনসারুল হক

কাতারে প্রবাসী রেস্টুরেন্টের তৃতীয় শাখার উদ্বোধন

নূর নিউজ