দেশীয় পণ্য বাজারজাতকরণের মাধ্যমে প্রবাসে বাংলাদেশকে ব্র্যান্ডিং ও দেশীয় বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কাতারের রাজধানী দোহা থেকে আঠার কিলোমিটার দূরে আল এর ওয়াকরা সিটির সুক ওয়াকিফ-এর বিপরীতে- উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন শপিং সেন্টার- বিগ বাই হাইপার মার্কেটের।
গত ১২ই সেপ্টেম্বর ২০২৪ এ সন্ধায় কাতার এর ওয়াকরা সুক ওয়াকিফ এর বিপরিত পাশে মজকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো বাংলাদেশের মালিকানাধীন শপিং মল “বিগ বাই হাইপার মার্কেট”।
তরুণ উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মুরাদ, এম এ মুরাদ হোসেইন, ইঞ্জিনিয়ার আশফাক লিংকন, ড. আমিত খন্দকার, ডা. মিসবাহ উল হক, ডা. জাহিদ হাবিবকে সাথে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম।
উদ্যোক্তারা রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান ও বাংলাদেশী পণ্যের একটি গিফট বক্স উপহার দেন।
অতিথিদের সাথে নিয়ে রাষ্ট্রদূত দুতলা বিশিষ্ট মার্কেটের সব শাখা ঘুরে দেখেন এবং বাংলাদেশী পণ্যের বিপুল সমাহার দেখে হাইপর মার্কেট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিগ বাই হাইপামার্কেট উপরের তলায় ‘মেইড ইন বাংলাদেশ’- এর বাহারি পোশাক এবং রকমারি পণ্য দেখে রাষ্ট্রদূত মুগ্ধ হন এবং কাতারের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখা বাংলাদেশী শ্রমিকদের পাশাপাশি ক্ষুদ্র, মাঝারি এবং বড় বিনিয়োগকারীদের ধন্যবাদ জানান। বিগ বাই হাইপার মার্কেটের মতো বড় বিনিয়োগে উদ্যোক্তাদের পাশাপাশি তাদের উদ্যোগকে সফল করার জন্য প্রবাসীদের কেনাকাটায় দেশীয় প্রতিষ্ঠানকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনের সময় দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, আব্দুল্লাহ আল রাজি এবং মাহাদি হাসান উপস্থিত ছিলেন। বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন- আলি বিন আলির (সি.এফ.ও) ইফতেখার আহমেদ, সি.আই.পি আজিজ খান, পিক কুইক গ্রুপের চেয়ারম্যান আলমগীর হোসেন আলি সহ কাতারস্থ বাংলাদেশের সংবাদিকবৃন্দ।
সাধারণ ক্রেতা হিসেবে অনেকেই বলেন এখানে সতেজ সবজি ও ফল সহ বাংলাদেশের ইলিশ মাছ ও সকল পণ্যের দাম তুলনামূলক ভাবে অনেক কম ।
উক্ত অনুষ্ঠানেরর পর মার্কেট সংলগ্ন ক্যাফেটরিয়ায় (কর্নার টি স্পট ক্যাফেটরিয়ার) এর দেশীয় স্বাদের ফুস্কা, চটপটি, ঝালমুড়ি সহ মালাই কাড়ি চা সবাই উপভোগ করে।
বাংলাদেশের কমিউনিটির আগত সকল অতিথি এবং সাংবাদিক বৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করেন বিগ বাই হাইপার মার্কেটের কর্মকর্তাবৃন্দ। তারা আশা করেন বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের জনগণ বিগ বাই হাইপার মার্কেটে নিজেদের কেনাকাটার করার অন্যতম জায়গা হিসেবে বেছে নিবেন—সহযোগিতা করবেন আমাদের পথ চলায়।