আমিনুলহক কাজল, কাতার প্রতিনিধি
বাংলাদেশের ন্যাশনাল ব্যা়ংকের তত্ত্বাবধানে পরিচালিত এরাবিয়ান এক্সচেঞ্জের ১১ তম শাখা গতকাল ইং নববর্ষের শুরুতে ০১ লা জানুয়ারি ২০২৪ আল জানুব স্টেডিয়ামের সন্নিকটে আল ওখির এলাকায় আল জানুব শাখার যাত্রা শুরু হয়।
বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের গ্রাহক ও স্থানীয় আরব নাগরিকদের উপস্থিতিতে ফিতা ও কেক কেটে শাখাটির উদ্বোধন করেন প্রধান অতিথি শেখ আব্দুল্লাহ আলী আল থানি। এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম, এরাবিয়ান এক্সচেঞ্জের চেয়ারম্যান মাকবুল হাবীব খালফান, মোঃ আল এমাদি, সিইও মোঃ নুরুল কবির চৌধুরী, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু ওয়াসিম নুর ও শাখা প্রধান সাঈদ সামসাদ।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপ ২০২২ এর ঐতিহ্যকে ধরে রাখতে শাখাটির নাম বিশ্বকাপ ভ্যানু আল জানুব স্টেডিয়াম এর নামে নামকরণ করা হয়।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আশা করেন ক্রমবর্ধমান প্রবাসী অধ্যূষিত উক্ত একাকার প্রবাসী ও স্থানীয়রা তাদের সেবা গ্রহণ করার জন্য জানুব শাখা পরিদর্শন করবেন। প্রবাসী বাংলাদেশিদের জন্য তারা বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে।