কাতারে ড. মুস্তাফিজকে চট্টগ্রাম সমিতির বিদায় সংবর্ধনা

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

বাংলাদেশ দূতাবাসের শ্রম বিভাগের মিনিস্টার ডক্টর মুহাম্মদ মুস্তাফিজুর রহমান কাতারে কর্মজীবনের নির্দিষ্ট মেয়াদ শেষ করে স্বদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে কাতারস্থ চট্টগ্রাম সমিতি ।

রাজধানী দোহার সালিমার ইস্তাম্বুল রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাজল। সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

জমকালো আয়োজনের মাধ্যমে ড. মুস্তাফিজের বিদায় সংবর্ধনা।

বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ শাহাজাহান , ইয়াসিন চেয়ারম্যান, সিনিয়র সহসভাপতি এম হারুন, সহ-সভাপতি ইসমাইল মুনসুর, মোহাম্মদ মঈনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম নাছির উদ্দিন চৌধুরী সহ আরো অনেকে।
শেষে সংবর্ধিত বিদায়ী অতিথি ডক্টর মুহাম্মদ মুস্তাফিজুর রহমানকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

দেশে ফেরার পূর্বে এমন জমকালো বিদায় সংবর্ধনা পেয়ছ ড. মুস্তাফিজ চট্টগ্রাম সমিতির সকল সদস্যদের কৃতজ্ঞতা জানান।

এ জাতীয় আরো সংবাদ

বান্দরবানের পাহাড়ে স্কুলশিক্ষক চাষ করছেন “কফি”

নূর নিউজ

কাতারে প্রথমবারের মতো বাংলাদেশীদের ঈদুল আজহার জামাত

নূর নিউজ

আরও নারী গৃহকর্মী নিতে চায় সৌদি; কমাতে চায় খরচও

নূর নিউজ