কাতারে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বনভোজন

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

কাতারের রাজধানী দোহার লুসেইল ক্রিসেন্ট পার্কের সবুজ-শ্যামল প্রাকৃতিক পরিবেশে গত ২৬জানুয়ারি দিনব্যাপী নানা কর্মকাণ্ডের মধ্যদিয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে ।

সকাল ১০টা থেকে সন্ধ্যা অবধি এ মিলন মেলায় কাতারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারর্গ উপস্থিত ছিলেন।

বনভোজন আয়োজক কমিটির পরিচালনায় সকালে শিশু-কিশোর,পুরুষ-মহিলাদের বিভিন্ন প্রতিযোগিতা সম্পন্ন হয়। জুম্মার নামাজের বিরতির পর মধ্যাহ্ন।ভোজের আয়োজন করা হয়।
আসর নামাজের পর র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

ওবায়দুল্লাহ আল রাফির সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক মোসাদ্দেক বিল্লাহ। অনুষ্ঠানের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, মোহাম্মদ সেলিম ও সদস্য নিয়াজ মোহাম্মদ খান।

খেলাধুলার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিনিয়র সদস্য এ.কে.এম.আমিনুল হক, কাজী শামী আহসান, ড. এনামুল হক চৌধুরী, মোঃ ইউনুস মিয়া ও মিসেস শামসুন্নাহার ।
বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেনে যথাক্রমে :
মহিলাদের বাস্কেটে বল নিক্ষেপে, প্রথম আয়েশ আক্তার, দ্বিতীয় সাবিকুন নাহার ও তৃতীয় সাদিয়া হুমায়রা। শিশুদের বাস্কেটে বল নিক্ষেপে প্রথম সিয়ানা সারোয়ার, দ্বিতীয় জয়নাব আক্তার ও তৃতীয় ইহরাম মোর্শেদ খান। আট উর্ধ্ব শিশুদের গোল দেওয়া প্রতিগিতায় প্রথম মোহাম্মদ মুস্তাকিম চৌধুরী রেহান, দ্বিতীয় আমিনা আক্তার আদিবা ও তৃতীয় নাবিহা ইসলাম। বড়দের বাস্কেটবল নিক্ষেপে প্রথম কামরুল ইসলাম সাকিব, দ্বিতীয় মোসাদ্দেক বিল্লাহ ও তৃতীয় মোহাম্মদ সেলিম। র‌্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার জিতে নিয়েছেন অধ্যাপক মোহাম্মদ আবু শামা।

পুরো অনুষ্ঠানের ব্যবস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহাবায়ক কমিটির অন্যতম সদস্য ইফতেখার উদ্দিন, জাহিদুল ইসলাম, ফখরুল ইসলাম তারেক, সাগর মণ্ডল, ইমতিয়াজ উদ্দিন ও সৈয়দ তানজীম হাসান।
মাগরিবের নামাজের পূর্বে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এ জাতীয় আরো সংবাদ

দক্ষিণ কোরিয়া থেকে আমিনুলের মরদেহ আসছে আজ

নূর নিউজ

এবার ইসলাম ফোবিয়া দূর করতে প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছে কানাডা

নূর নিউজ

২ হাজার কুরআন বিতরণ ফেনী প্রবাসী পরিবারের

নূর নিউজ