কাতারে দুর্ঘটনায় আহত প্রবাসীকে দূতাবাসের অর্থ সহায়তা

কাতারে দুর্ঘটনায় আহত প্রবাসী মো. শামীম হোসেনকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গতকাল রোববার মানবিক আবেদনের পরিপ্রেক্ষিতে তার হাতে নগদ অর্থ তুলে দেন দূতাবাসের শ্রম কাউন্সেলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।

কাতার প্রবাসী মো. শামীম হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ৮ নং উত্তর নাটাই ইউনিয়নে। তিনি জানান, গত ৮ জুলাই কর্মক্ষেত্রে আকস্মিক দুর্ঘটনায় তার বাম পা ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া শরীরের অন্য অংশেও জখম হয়। ওই ঘটনার পরে তিন মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরে ‘প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন’ এর সহযোগিতায় কাতারে বাংলাদেশ দূতাবাসের কাছে সাহায্যের আবেদন করেন ।

সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন, ‘প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন’ এর সভাপতি ও সময় টেলিভিশন কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন। সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের কাতার প্রতিনিধি কাজী শামীম। আরও উপস্থিত ছিলেন, জয়যাত্রা টেলিভিশন এর কাতার প্রতিনিধি মোশাররফ হোসেন জনী, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মো. শামীম চৌধুরী।

এ জাতীয় আরো সংবাদ

রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের ক্ষমতা কারো নেই : জি এম কাদের

আনসারুল হক

যার কোরআন তিলাওয়াতের প্রশংসায় পঞ্চমুখ ফুটবলপ্রেমীরা

নূর নিউজ

তৃতীয় খলিফা হযরত খলিফা উসমান (রা.)-এর মানবসেবা

আনসারুল হক