কাতারে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর সাথে প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

গতকাল ২৭মে সন্ধ্যায় কাতারের আল হেলালএলাকায় বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসন্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সফিকুর রহমানের সাথে প্রবাসী বাংলাদেশীদের মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিমিয় সভায় প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় মতবিনিময় সভা। সভার শুরুতেই কাতার আওয়ামী লীগের সভাপতি জনাব শফিকুল ইসলাম প্রধান মাননীয় প্রতিমন্ত্রীকে সম্প্রতি দূতাবাসের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দেওয়া স্মারকলিপির কপি, আওয়ামী লীগ প্রকাশিত ম্যাগাজিন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ প্রদান করেন ও উত্তরীয় পরিয়ে দেন।


দূতাবাসের পক্ষথেকে মাননীয় প্রতিমন্ত্রীকে ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান মাননীয় রাষ্ট্রদূত।
মতবিনিময় সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সমস্যাগুলোর অন্যতম ছিল :
১. প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে সুদমুক্ত লোন প্রদান, লোনের প্রক্রিয়া সহজীকরণ ও প্রবাসীকল্যাণ ব্যাংকের প্রতিটি শাখায় ইসলামী ব্যাংকিং বুথ চালুকরণ।
২. প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধ।
৩. প্রবাসীদের সন্তানদের শিক্ষার সকল সম্তরে কোটা পদ্ধতির মাধ্যমে ভর্তির ব্যবস্থাকরণ।
৪. বিনামূল্যে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রবাসীদের লাশ দেশে বহন করার ব্যবস্থা করা।
৫. প্রবাসে মরে গেলে প্রাবসীর পরিবারকে সরকারের পক্ষ থেকে কমপক্ষে ৫ লক্ষ টাকা অনতিবিলম্বে প্রদান।
৬. কাতারের দূতাবাসসহ সকল দূতাবাসে প্রবাসীদের কাজ সহজীকরণের জন্য কর্মকর্তা ও কর্মচারির সংখ্যা বাড়ানো।
৭. পাসপোর্টের ফি কমানোর পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট প্রদান।
৮. দেশে প্রবাসী পরিবারগুলোর বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানকল্পে প্রবাসীক্যাণ মন্ত্রণালয়ের পক্ষে ট্রাইবুনাল গঠন।
সহ আরও অনেক বিষয়ে প্রবাসীরা দাবি তুলে ধরেন।
মতবিনিমিয় সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

মালয়েশিয়ায় যেভাবে কাটছে প্রবাসীদের ঈদ

নূর নিউজ

ড. আলী আল সালুসের ইন্তেকালে আল নূর কালচারাল সেন্টারের গভীর শোক

নূর নিউজ

যুক্তরাষ্ট্রে মসজিদ ও মুসলিম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩১ শতাংশ

নূর নিউজ