কাতারে প্রবাসীদের সম্মানে বৃহত্তর কুমিল্লা প্রবাসীকল্যাণ পরিষদের সেহরী ও দোয়া মাহফিল

কাতারের রাজধানী দোহার বিন মাহমুদ এলাকার ভিক্টোরিয়া হোটেলের হলরুমে বৃহত্তর কুমিল্লা প্রবাসী ও বাংলাদেশ কমিউনিটির সম্মানে সেহেরী পার্টি ও দোয়া মাহফিলের আয়োজন করে কাতারস্থ বৃহত্তর কুমিল্লা প্রবাসী কল্যাণ পরিষদ।

অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান পরিষদের কর্মকর্তাবৃন্দ। সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক বেলাল মিয়াজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গাল্ফ বিজনেস এসোসিয়েশনের সভাপতি এম. সাইফুল আলম, বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সম্পাদক মণ্ডলীর সদস্য আবু রায়হান, ফেনী সমিতির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বাবু, ক্রিকেটার আমিনুল ইসলাম সহ আরও অনেকে।

বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, সাইফুল ইসলাম, জামান হোসেন, আবদুল কাদের, জহিরুল হক ভূঁইয়া, ইসমাইল খন্দকার, মো: সুমন আহমেদ, আনোয়ার হোসেন সুমন প্রমূখ।

দোয়া ও সেহরী গ্রহণের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে ব্রাহ্মণবাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জার্সি উন্মোচন

নূর নিউজ

কাতারে ব্রাহ্মণবাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জার্সি উন্মোচন

নূর নিউজ

প্রবাসীদের পরিবার নিয়ে বসবাসের সুখবর দিলো কুয়েত

নূর নিউজ