কাতারে প্রবাসী রেস্টুরেন্টের তৃতীয় শাখার উদ্বোধন

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

বেকার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি, স্বল্পমূল্যে প্রবাসে দেশীয় খাবার পরিবেশ ও এশিয়ার অন্যান্য দেশের রেস্টুরেন্ট ব্যবসাকে ডিঙিয়ে প্রবাসে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে কাতারের রাজধানী দোহা’র বাংলাদেশী অধ্যূষিত এলাকা নাজমা’র সুক হারাজের বিপরীতে প্রবাসী রেস্টুরেন্টের তৃতীয় শাখার উদ্বোধন করা হয়েছে।

বিপুল সংখ্যক স্থানীয় প্রবাসীদের নিয়ে ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন চার তরুণ উদ্যোক্তা বেলাল হোসেন, জাহিদ হাওলাদার, নূরে আলম ও হেলাল সরকার।

এ সময় অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উপস্থিত ছিলেন জসিম উদ্দীন, কবির হোসেন সহ আরও অনেকে।

প্রবাসীদের চাহিদা মোতাবেক সেবা প্রদান কারার কারণেই দুটি রেস্টুরেন্টের সাফল্যের পরেই ‍তৃতীয়টির যাত্রা শুরু হয়েছে। উদ্যোক্তারা আশা করেন নাজমা এলাকার বিপুল সংখ্যক প্রবাসীদের চাহিদা মিটাতে সক্ষম এ রেস্টুরেন্ট।

এ রেস্টুরেন্ট। উপরে মহিলাদের বসার আলদা ব্যবস্থাসহ দেড়শত লোকের বসার ব্যবস্থা আছে। যে কোন পার্টি, জন্মদিন, দোয়া মাহফিলের আয়োজন করার পর্যাপ্ত সুবিধা আছে। বাহিরে বনভোজন বা বড় কোন পার্টির জন্যও তারা খাবার পৌঁছে দিতে সক্ষম।

উদ্যোক্তরা কাতার প্রবাসীদের একবার প্রবাসী রেস্টুরেন্টে দেশীয় খাবারের স্বাদ উপভোগ করার আমন্ত্রণ জানান।

এ জাতীয় আরো সংবাদ

প্রবাসীদের উদ্দেশ্যে কাতারে সরকারিভাবে ঈদুল আজহা উৎসবানুষ্ঠান সম্পন্ন

নূর নিউজ

কাতার সরকারের উদ্যোগে প্রবাসীদের রমাজান মাহফিল অনুষ্ঠিত

নূর নিউজ

মালদ্বীপে কারাগারে দিন কাটছে শতাধিক বাংলাদেশির

নূর নিউজ