আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাতারের রাজধানী দোহা থেকে ৫০কিলোমিটার দূরে দোসারি পার্কে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ফেনী সমিতি কাতার ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ উল্যাহ্ হায়দার। তৌহিদুল ইসলাম রাসেল সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি শাহজাহান সাজু, সমিতির সাধারণ সম্পাদক মোকারম আলী চৌধুরী, অনুষ্ঠানের আহবায়ক মেসবাহ উদ্দিন পাটোয়ারী, মোঃ আরিফ, মাওলানা এনামুল হক, নুর ইসলাম পলাশ, আবদুল আলিম আরিফ, মোঃ ইকবাল, মাহবুবল হক, হাসান ইমাম স্বপন, এনামুল হক আলম, নিজামুল ইমাম, আবদুল আলী, ইন্জিনিয়ার ওয়াহিদুর রহমান ও কাজী শাহাজাহান।
বৈশাখী ব্যান্ডের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও র্যাফেল-ড্র শেষে পুরস্কার বিতরণর মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।