কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ইফতার মাহফিল

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, কাতার-এর উদ্যোগে রাজধানী দোহার ‘সুলতান’স ডাইন রেস্টুরেন্ট’-এর হলরুমে আলনূর কালচারাল সেন্টারের কুরআন শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সমিতির আহ্বায়ক অধ্যাপক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম আমিনুল ইসলাম সুমন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবির, কাউন্সিলর (পাসপোর্ট) মো. মেহদী হাসান, আলনূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর ও এম.এইচ.আর গোল্ড অ্যান্ড ডায়মন্ড-এর কর্ণধার মোহাম্মদ হবি রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালেহ মোহাম্মদ নূরুন্নবী মৃধা, সাংগঠনিক বিষয়ে বক্তব্য রাখেন সদস্য-সচিব সোলাইমান খান।
আলনূরের শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা মোস্তাফিজুর রহমান।

রমজান ফজিলত সম্পর্কে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আমিনুল ইসলাম।

অনুষ্ঠান শুরু হয় সাবিব ইসলামের সুললিত কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এবং হাফেজ মাওলানা আসাদ উল্লাহর দোয়ার পর ইফতার গ্রহণের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, কাতার-এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিতি ছিলেন যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, মো. শরিফ উদ্দিন, আহসান উল্লাহ হাসান, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মাহমুদুল হাসান চৌধুরী, যুগ্ম-সদস্য সচিব নাজমুল হোসেন লিমন ভূঁইয়া।

সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নূরে আলম জাহাঙ্গীর, খালেদ মোশাররফ, তৌশিক ভূঁইয়া, মাওলানা হুসাইন আহমেদ, ইফতেখার সোহাগ, খায়রুল ইসলাম রুবেল, হাফেজ বাহাউদ্দিন ও ওবায়দুল হক।

এছাড়াও অনুষ্ঠানে কাতার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুধীজনদের উপস্থিতিতে আয়োজিত এ ইফতার মাহফিল ছিলো কমিউনিটির ধর্মীয়, আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের এক মিলনমেলা, যেখানে ধর্মীয় শিক্ষার প্রসার, মানবিকতার সম্প্রসারণ, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং প্রবাসে বাংলাদেশ কমিউনিটির ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়।

এ জাতীয় আরো সংবাদ

একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে লজ্জা বোধ করছি: জয়দেব চন্দ্র রায়

নূর নিউজ

কাতারে জাতীয় ক্রীড়া দিবসে প্রবাসীদের প্রতি আল নূর কালচারাল সেন্টারের আহ্বান

নূর নিউজ

যখন ভয় পাই, তখন আমি আল্লাহর নাম নেই : মুসকান খান

আনসারুল হক