কাতারে মাসব্যাপী সাড়ে ৪ হাজার প্রবাসীদের মাঝে আল নুর কালচারাল সেন্টারের ইফতার বিতরণ

সুফিয়ান ফারাবী, নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমাদান উপলক্ষে কাতারস্থ আল নুর কালচার সেন্টারের উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের মাঝে কোরআন শিক্ষার আয়োজন করা হয়েছে। পুরো রমজান মাসব্যাপী এতে শতাধিক প্রবাসী পবিত্র কোরআন শিক্ষা লাভ করেন। এছাড়াও পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন দেড় শতাধিক নিম্ন আয়ের প্রবাসীদের মাঝে ইফতার ও খাবার বিতরণ করা হয়। পুরো মাসে প্রায় সাড়ে ৪ হাজার প্রবাসীদের ইফতারের ব্যবস্থা করেছে সংগঠনটি।

গত ১৮ এপ্রিল (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে কোরআন শিক্ষাদান কার্যক্রম শেষে ‘আল কুরআনের পয়গাম আলোচনা সভা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আল নুর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আখন্দ।‌

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম হাফেজ মাওলানা জসিমউদ্দিন মাশরুফ। আল নুর কালচারাল সেন্টারের নির্বাহী সদস্য হাফেজ মুস্তাফিজুর রহমানের সঞ্চারণায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাফেজ মাওলানা নুরুল্লাহ, কমিউনিটি ব্যক্তিত্ব জনাব শাহজাহান সাজু ও শফিকুল ইসলাম প্রধান।

অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি ও পুরো রমজান মাসব্যাপী যারা কুরআন শিক্ষা লাভ করেছেন এবং এই আয়োজন সম্পন্ন করেছেন আল নুর কালচারাল সেন্টারের মহাপরিচালক প্রকৌশলী শোয়েব কাসেম সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আল নুর কালচারাল সেন্টারের গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক অধ্যাপক আমিনুল হক, সমাজকল্যাণ পরিচালক, জাহিদুল ইসলাম, শিক্ষা বিভাগের পরিচালক, মাওলানা মুস্তাফিজুর রহমান, নির্বাহী সদস্য হাফেজ লোকমান, ক্বারী ইব্রাহীম ও অর্থ সম্পাদক সালেহ নুরনবীসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাসে আল নুর কালচারাল সেন্টার প্রবাসীদের উদ্দেশ্যে পবিত্র কুরআন শিক্ষার আয়োজন করেছে। শতাধিক প্রবাসী এ আয়োজন থেকে পবিত্র কুরআনের শিক্ষা লাভ করেন। পুরো রমজান মাসব্যাপী প্রায় দেড় শতাধিক প্রবাসীদের মাঝে ইফতার ও খাবার বিতরণ করা হয়েছে।প্রবাসীদের কুরআন শেখাতে মাসব্যাপী এই উদ্যোগ নেয়ায় কাতার প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ আল নুর কালচারাল সেন্টারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মাওলানা ইউসুফ বলেন, আমরা আল নুর কালচারাল সেন্টারের পক্ষ থেকে ২০১৭ সাল থেকে এই আয়োজন করে আসছি। এখন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলে আসছে‌‌। আলহামদুলিল্লাহ। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ, প্রবাসীদের সহযোগিতা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আগামীতে আরো বড় পরিসরে আমরা এর ধারাবাহিকতা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

এছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দের কাছে মাওলানা ইউসুফ নুর অনুরোধ করেন, প্রবাসীদের শিক্ষা ও স্থানীয় আইন-কানুনের প্রতি সচেতনতা বাড়াতে কমিউনিটি নেতৃবৃন্দের যেন যথাযথ উদ্যোগ গ্রহণ করেন।

এ জাতীয় আরো সংবাদ

কুয়েত প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

আলাউদ্দিন

কাতারে প্রবাসীদের সম্মানে ফেনী সমিতির ইফতার মাহফিল

নূর নিউজ

কাতারের বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের সাথে জালালাবাদ এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

নূর নিউজ