কাতারে সপ্তাহব্যাপী ‘গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফইনাল সম্পন্ন

কাতার প্রতিনিধি

কাতারে রাজধানী দোহার অদূরে আইন খালেদ এলাকায় ব্রিটিশ স্কুলের সিলেটের কানাইঘাট প্রবাসী তরুণদের সংগঠন বন্ধু বহল ফুটবল একাদশের ব্যবস্থাপনায় ১৬টি দল নিয়ে আয়োজিত সপ্তাহব্যাপী ‘গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্ট’-ফাইনাল সম্মন্ন হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় নির্দষ্ট সময়ের মধ্যে খেলা অমিমাংসিত থাকায় ট্রাইবেকারে সিলেটের এ.এফ. জালাল ফাইটার্স ক্লাবকে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার বিরল সম্মান আর্জন করে কাতার প্রবাসীদের সংগঠন এ.এফ. চট্টগ্রাম ক্লাব।

কাতার বন্ধু মহল ফুটবল একাদশের সাধারণ সম্পাদক হাসান আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুহেল আহমদ।

চ্যাম্পীয়ন দলকে গোল্ডেন কাপ, রানার্সআপ দলকে সিলভার কাপ ও উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদেরে ম্যাডেল পরিয়ে দেন যথাক্রমে প্রধান অতিথি কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবু, বিশেষ অতিথি জালালাবাদ এসোসিয়েশনের সিনিয়ির সহ-সভাপতি হাবিবুর রহমান ও জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহমদ মালেক।

বক্তব্য রাখেন বিশেষ অতিথি কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ নবী নোমান, অর্থ-সম্পাদক রেজাউল করিম রেজু, তথ্য ও গবেষণা সম্পাদক আতিক আসলাম ও সদস্য এম,সাইফুর তালুকদার. মোক্তার তালুকদার, খালেদ আহমদ, ইকবাল হোসেন ও আব্দুল্লাহ জাকারিয়া ।

আরও উপস্থিত ছিলেন বন্ধু বহল ফুটবল একাদশের সহ-সভাপতি শাহিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে পরিচালনায় ছিলেন ইসা মিয়া, কাবা, আদনান, ফজলু , লোকমান, কামরান, নাঈম, সারোয়ার, জুবের ও রায়হান। সংগঠনের উপদেষ্টমণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিতি ছিলেন আবু তাহির , সালিক, খালেদ, রফিক, বিলাল, সুহেল, আলী হোসেন, শামিম, আম্বিয়া, আরশ আলী, মোস্তাক, এবাদ, মন্নান,কাশিম ও সুলতান।

এ জাতীয় আরো সংবাদ

বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সুস্থতা কামনায় কাতারে দোয়া মাহফিল

আনসারুল হক

কাতারে ‘ফেমাস ট্রাভেল এন্ড ট্যুরস’-এর যাত্রা শুরু

আনসারুল হক

আবারও টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হলেন লুৎফুর রহমান

নূর নিউজ