কাতার প্রবাসীদের সাথে সাউথইস্ট ল্যান্ডস ডেভেলাপ কোম্পানীর কর্মকর্তাদের মতবিনিময় সভা

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

গতকাল বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহার বাণিজ্যিক এলাকা নাজমার হৈ চৈ রেস্টুরেন্টের হল রুমে কাতার প্রবাসীদের সাথে বাংলাদেশের সাউথ-ইস্ট ল্যান্ডস তেভেলাপমেন্ট কোম্পানীর কর্মকর্তাদের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিমিয় সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালক কাতার প্রবাসী মামুন বাশার। আইনুল কবির বাবুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী। স্বাগত বক্তব্যে কোম্পানীর পক্ষ থেকে প্রবাসী নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি কোম্পানীর লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি মন্তলীর সদস্য জসীমউদ্দিন দুলাম, মোহাম্মদ শাহ আলম,ইমাইল মিয়া, মোহাম্মদ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক এ.কে,এম. আমিনুল হক, প্রকৌশলী আবু রায়হান, সাংগঠনিক প্যানেলের সদস্য মোল্লা মোহাম্মদ রাজীব রাজ, মোহাম্মদ আল আমিন খান, মোস্তাফিজুর রহমান রিপন, জাকির হোসেনর বাবু, শাখাওয়াত হোসেন, মইনুদ্দিন চৌধুরী ও মোহাম্মদ মোর্শেদ ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত মোহাম্মদ নাইম, আহসান উল্লাহ হাসান, মোজাম্মেল হোসেন সোহাগ, মোহম্মদ শরীফ সহ আরও অনেকে। কোম্পানীর পক্ষ থেকে প্রবাসী নেতৃবৃন্দকে ঢাকা অফিস ও কোম্পানীর বিভিন্ন সাইট পরিদর্শন করে যাচাই-বাছাই কারে আস্থার জায়গা তৈরি হলে বিনিয়োগের আহবান জানান। প্রবাসী নেতৃবৃন্দ জানান, প্রবাসীরা আস্থার সংকটে ভুগছে। আস্থার জায়গা তৈরি হলে অনেক প্রবাসীই আছেন যারা তাদের স্বপ্নের বাড়ি বিনির্মাণে এগিয়ে আসবেন।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এ জাতীয় আরো সংবাদ

আমেরিকায় জীবন মৃত্যেুর সন্ধিক্ষনে নোয়াখালির নজরুল ইসলাম

নূর নিউজ

২ হাজারের বেশি বাংলাদেশি শ্রমিকের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

নূর নিউজ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী অস্ট্রেলিয়া

নূর নিউজ