কানাডার অন্টারিও থেকে গাড়ি চুরি, খোঁজ মিলল নাইজেরিয়ায়

গত বছরের সেপ্টেম্বরে যখন আহমদ আবদুল্লাহর এসইউভি অন্টারিওর রাস্তা থেকে উধাও হয়ে যায়, তখন তিনি ভেবেছিলেন যে গাড়িটি আর কখনো দেখতে পাবে না। তিনি তার ২০১৭ টয়োটা গাড়িটি ট্র্যাক করার অনেক চেষ্টা করেও ব্যর্থ হন।

হারানোর ছয় মাসেরও বেশি সময় পরে সিটিভি নিউজ ইনভেস্টিগেটস তার গাড়ি খুঁজে পেতে সক্ষম হয়। গাড়িটির সন্ধান মেলে নাইজেরিয়ার লাগোসের একটি উপশহরে।

বিদেশে বিক্রির জন্য তার নিজের গাড়ির ভিডিও দেখার পর আবদুল্লাহ বুঝতে পেরেছিলেন যে তার গাড়ি চুরিকারী অপরাধীরা আসলে কতটা সংগঠিত।

তিনি সিটিভির সাংবাদিককে বলেন, ‘আমি আপনার কাছ থেকে একটি কল পেয়েছি. আপনি আমাকে আমার গাড়ির একটি ছবি পাঠিয়েছেন। ওহ এটা আমার মন উড়িয়ে দিয়েছে। এটি স্পষ্টতই একটি বড় অপারেশন। এটির দিকে আরও বেশি লোকের সন্ধান করা উচিত। আমরা মিলিয়ন ডলারের কথা বলছি। এটিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত।’

বৃহত্তর টরন্টোসহ কানাডার বিভিন্ন শহরগুলোতে গাড়ি চুরির ঘটনা বেড়েছে। আবদুল্লাহর ঘটনাটি তার মধ্যে একটি।

বীমা প্রতিনিধিরা বলছেন যে, অপরাধীরা মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বাজারে কানাডিয়ান গাড়ি বিক্রি করার জন্য কম ঝুঁকিপূর্ণ। এসব বাজারে তাদের লাভও বেশি হয়।

পিল আঞ্চলিক পুলিশ বলছে, গাড়ি চুরি গত বছরের তুলনায় ৬৩ শতাংশ বেড়েছে। টরন্টোতে বেড়েছে ৫৯ শতাংশ। এই বছর শহরে এখন পর্যন্ত ২ হাজার টিরও বেশি গাড়ি চুরি হয়েছে।

জিটিএতে পুলিশ বেশ কয়েকটি অপরাধী দলকে শনাক্ত করেছে। পিল আঞ্চলিক পুলিশ এরই মধ্যে ২০০টিরও বেশি গাড়ি উদ্ধার করেছে। শিপিং কনটেইনার থেকেও অনেক গাড়ি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১১ মিলিয়ন ডলার। এসব ঘটনায় ২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

এরদোয়ানের ভূয়সী প্রশংসা হোয়াইট হাউসের

নূর নিউজ

স্কুল খুলতেই যুক্তরাষ্ট্রে বাড়ছে শিশু করোনা রোগী

নূর নিউজ

করোনায় আক্রান্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ