কানাডায় কার্তিক বাসুদেব নামে ২১ বছর বয়সি ভাতীয় এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী টরন্টোর একটি পাতাল স্টেশনের প্রবেশপথের সামনে তাকে গুলি করা হয়। খবর এনডিটিভির।
পুলিশ প্রাথমিক ভাবে ঘটনাটিকে দুর্বৃত্তদের হামলা বলেই মনে করছে।
নিহত বাসুদেব কানাডার সেনেকা কলেজে বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি।
শেরবোর্ন অঞ্চলের সেন্ট জেমস টাউনের সাবওয়ে স্টেশনে ঢোকার সময় গ্লেন রোডের প্রবেশপথের কাছে তাকে কাছ থেকে একাধিক বার গুলি করা হয়।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয় বলে জানায় টরন্টো পুলিশ।
বাসুদেবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। এক টুইটবার্তায় তিনি লিখেছেন, এই মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত। তার পরিবারকে জানাই গভীর সমবেদনা।