কাবুলে ড্রোন হামলায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রত্যাহারের শেষ পর্যায়ে ২৯ আগস্ট কাবুলে ভুলবশত মার্কিন ড্রোন হামলায় সাত শিশুসহ ১০ জনের হত্যার ঘটনায় পরিবারকে ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এক বিবৃতিতে এই প্রস্তাব জানায়। তবে ক্ষতিপূরণের অর্থের পরিমাণ বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে পেন্টাগন জানায়, নিহতদের আত্মীয় স্বজন যারা তালেবান শাসিত আফগানিস্তান ত্যাগ করতে চায় তাদের শনাক্ত করার জন্য পেন্টাগন মার্কিন পররাষ্ট্র দফতরের সঙ্গে কাজ করছে।

প্রতিরক্ষা বিভাগের পলিসি বিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাহল এবং আফগানিস্তানে সক্রিয় এইড গ্রুপ নিউট্রেশন অ্যান্ড অ্যাডুকেশন ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও সভাপতি স্টিভেন কোয়ানের মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার সম্পন্ন হওয়ার একদিন আগে ২৯ আগস্ট কাবুলে আন্তর্জাতিক এক ত্রাণ সহায়তাকারী সংস্থার কর্মী জেমারি আহমাদিকে ভুল করে আইএসের সদস্য হিসেবে চিহ্নিত করে তার বাড়িতে ড্রোন হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। হামলায় আহমাদিসহ ১০ জন নিহত হয়।

এর তিনদিন আগে কাবুল বিমান বন্দরে বোমা হামলায় ১৩ মার্কিন সৈন্যসহ ১৭৫ জন নিহত হয়। উগ্রবাদী সংগঠন আইএস হামলার জন্য দায় স্বীকার করে।

সূত্র : বাসস

এ জাতীয় আরো সংবাদ

‘মাঙ্কিপক্স সহজে ছড়ায় না’

নূর নিউজ

উড়ন্ত বিমানে আগুন, বিস্ময়করভাবে বেঁচে গেলেন ২৩১ যাত্রী

আলাউদ্দিন

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী গণী সরকার

নূর নিউজ