কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি, মুখোমুখি ভারত-পাকিস্তান সেনা

কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের দিকে ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনারা প্রথমে গুলি চালায় ভারতীয় একটি সেনা চৌকির দিকে। জবাবে ভারতীয় সেনারা পাল্টা গুলিবর্ষণ করে। সেনা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, গোলাগুলিতে কেউ হতাহত হয়নি।

ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেন, ‘ছোট অস্ত্র দিয়ে কিছু জায়গায় গুলি চালানো হয়েছিল। আমরা যথাযথভাবে জবাব দিয়েছি।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য আসেনি। পাকিস্তানি সংবাদমাধ্যমেও এ বিষয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

এই ঘটনা এমন এক সময় ঘটল, যখন কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন। ওই হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।

এই হামলার জেরে পাল্টাপাল্টি কড়া সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। ভারত ঘোষণা করেছে, সার্ক দেশগুলোর জন্য দেওয়া বিশেষ ভিসা সুবিধা থেকে পাকিস্তানি নাগরিকদের অব্যাহতি বাতিল করা হয়েছে। এর পরদিনই পাকিস্তানও ভারতীয় নাগরিকদের জন্য একই সিদ্ধান্তের কথা জানায়।

এ ছাড়া ভারত সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। জবাবে পাকিস্তান ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করেছে এবং নিজেদের আকাশসীমা ভারতের বাণিজ্যিক বিমানের জন্য বন্ধ করে দিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

রাশিয়ার কাছ থেকে ৩ এলাকা পুনরুদ্ধারের দাবি জেলেনস্কির

নূর নিউজ

যুক্তরাষ্ট্রে অতর্কিত বন্দুক হামলায় পুলিশসহ নিহত ১০

আলাউদ্দিন

ব্রিটেনে মুসলিম কাউন্সিলে প্রথম নারী মহাসচিব জারা মুহাম্মাদ

আলাউদ্দিন