কিয়েভে আবাসিক এলাকায় রুশ হামলা, নিহত ২

ইউক্রেনের রাজধানী কিয়েভের কয়েকটি আবাসিক এলাকায় পৃথক বোমা হামলা চালিয়েছে রাশিয়ান সেনারা।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ মার্চ) সকালে এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানায় ইউক্রেনীয় জরুরি পরিষেবা।

বিবৃতিতে বলা হয়, শহরের কেন্দ্র থেকে পূর্বের জেলা ওসোকরকিতে একটি বাড়িতে স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৬টার আগে রুশ বাহিনীর গোলা আঘাত হানে।

দোতলা ভবনটিতে আগুন লাগলেও কিছুক্ষণের মধ্যেই তা নিভিয়ে ফেলা হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওসোকরকিতে হামলার কিছুক্ষণ পরেই শহরের কেন্দ্রের উত্তরে পোডিলের একটি ১০তলা অ্যাপার্টমেন্ট ভবনে আরেকটি বোমা আঘাত হানে। এতে ভবনের প্রথম পাঁচটি তলায় আগুন লাগে।

একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় ইউক্রেনীয় জরুরি পরিষেবা।

এদিকে পশ্চিম কিয়েভের সোভিয়াটোশিনস্কি জেলায় একটি ১৬তলা ভবনে বোমা হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।

ইউক্রেনের জরুরি পরিষেবা ফেসবুকে জানায়, এ ঘটনায় দুইজনের মরদেহ এবং ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে সোমবার পর্যন্ত ২৮ লাখের বেশি মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। তাদের মধ্যে এক লাখ ২৭ হাজার অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইউক্রেনের যুদ্ধ ৭৫ লাখের বেশি শিশুর ওপর ‘বিধ্বংসী প্রভাব’ ফেলেছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৬৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধের আহ্বান কমলা হ্যারিসের

নূর নিউজ

গদি টেকানোর লড়াইয়ে বিজয়ী মমতা

নূর নিউজ

এই যুদ্ধে ইসরাইল যদি হেরে যায় তবে আমেরিকা পরবর্তী টার্গেট: নেতানিয়াহু

নূর নিউজ